হিলি সীমান্ত দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত। এই সীমান্তে ইমিগ্রেশন ও ল্যান্ড পোর্ট আছে যা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ এদেশ ও ওইপাড়ে ভারতে যাতায়াত করে। এখানের সীমান্তটি ভাগ হয়েছে রেল লাইন দ্বারা। রেলগাড়ি চলে বাংলাদেশ অংশে। হিলি সীমান্ত দেখতে এবং সীমান্তের হাট থেকে পন্য কিনতে দূর দূরান্ত থেকে প্রতিদিন মানুষ আসে।