বাংলাদেশে এখন পর্যন্ত যে স্থানগুলো ঘুরে বেড়াবার সৌভাগ্য হয়েছে তার মধ্যে সৌন্দর্য বিবেচনায় দেশের সর্ব দক্ষিণে অবস্থিত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন্সকে তালিকার উপরের দিকে রাখব। দিগন্তরেখায় সমুদ্র ও আকাশের মেলবন্ধন, নীলাভ স্বচ্ছ পানি, প্রবালের ছড়াছড়ি, সারি সারি নারিকেল গাছ, সাগরপাড়ের মানুষদের জীবন সংগ্রামের চিত্র এসব কিছু মিলিয়ে সেন্ট মার্টিন্স মুগ্ধ করার মত এক জায়গা। আর সেন্ট মার্টিন্স সংলগ্ন ছেঁড়াদ্বীপে এসে সৌন্দর্যের ফাঁদে সময় যেন থমকে যেতে চায়! কল্পনার থেকেও বহুগুণে সুন্দর সে অপরুপ নিসর্গ।
-
কিভাবে যাবেন
ঢাকা থেকে বাসে করে টেকনাফ। বাসের মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রীনলাইন, শ্যামলি, হানিফ, সৌদিয়া, সেন্টমার্টিন পরিবহণ ইত্যাদি। নন এসি, এসি এবং ইকোনমি, বিজনেস ক্লাস ভেদে ভাড়ার তারতম্য ৯০০ টাকা থেকে ২৩০০ টাকার মধ্যে।
টেকনাফ নেমে জাহাজে ঘন্টা দুয়েকের সমুদ্রপথ পাড়ি দিয়ে সেন্ট মার্টিন্স। বর্তমানে চলাচলকারী জাহাজের মধ্যে গ্রীনলাইন, কেয়ারি সিন্দবাদ, কেয়ারি ডাইন এন্ড ক্রুজ, কাজল, এলসিটি কুতুবদিয়া, পারিজাত উল্লেখযোগ্য। ভাড়ার তারতম্য ৫৫০ টাকা থেকে ১৬০০ টাকা।
-
কোথায় থাকবেন
ব্লু মেরিন রিসোর্ট, ড্রিম নাইট রিসোর্ট, সায়রী ইকো রিসোর্ট, সমুদ্র বিলাস, সিটিবি রিসোর্ট, লাবিবা বিলাস রিসোর্ট, নীল দিগন্তে, সীমানা পেরিয়ে।
অবস্থান, মান, মৌসুম এবং ছুটির দিন ভেদে ভাড়ার তারতাম্য ১০০০ টাকা থেকে ৫০০০ টাকার মধ্যে। সমুদ্রের নিকটে একটু নিরিবিলি পরিবেশের মধ্যে থাকতে চাইলে পশ্চিম বিচের রিসোর্টগুলো বেছে নেয়া বুদ্ধিমানের কাজ হবে। আর কম বাজেটের মধ্যে রয়েছে জেটির পাশে পূর্ব বিচের রিসোর্টগুলো।
ব্লু মেরিন রিসোর্ট: 01815632037
কোরাল ভিউ রিসোর্ট: 01980004778
সিটিবি রিসোর্ট: 01813705331
ড্রিম নাইট রিসোর্ট: 01878500200
লাবিবা বিলাস রিসোর্ট: 01714634762
নীল দিগন্তে: 01730051004
সমুদ্র বিলাস: 01837196454
সায়রী ইকো রিসোর্ট: 01711232917
সীমানা পেরিয়ে: 01819018027
-
কি খাবেন
খাবারের জন্য সেন্ট মার্টিন্সে অসংখ্য হোটেল এবং রেস্টুরেন্ট আছে। এছাড়া অধিকাংশ রিসোর্টেই নিজস্ব খাবার ব্যবস্থা আছে। মোটামুটি সবখানেই চিকেন ও ফিশ বারবিকিউ করার ব্যবস্থা আছে।
-
অব্যশ্যই দেখবেন
সেন্ট মার্টিন্সে আলাদা করে দেখার কিছু নেই। পুরো দ্বীপটাই দেখার মত স্থান। তবে সেন্ট মার্টিন্সে গেলে কেউ ছেঁড়াদ্বীপে যেতে ভুলবেন না।