উত্তর বড়বদল ইউনিয়নের সুদৃশ্য জাদুকাটা নদীর তীর ঘেঁষেই মানিগাঁও গ্রাম, এ গ্রামে জয়নাল আবেদীনের ১০৭ কেয়ার (১ কেয়ার সমান ৩০ ডেসিমেল) জায়গা একেবারেই অনাবাদী ছিল। পলির পরিবর্তে এখানে উজান থেকে ভেসে আসে বালি। হঠাৎ সে আবিষ্কার করে জায়গাটির পাশে দুটো পরিণত শিমুল গাছ, তখন তাঁর মাথায় শিমুল বাগান করার ধারনাটা উৎপত্তি হয়। এবং তিনি তাই করেন, ২০০২ সালের দিকে শুরু করেন শিমুল বাগানের কাজ। প্রথমেই নির্দিষ্ট দূরত্বে গর্ত করে সেখানে প্রাকৃতিক সার দিয়ে মাটি প্রস্তুত করে তারপর সেখানে লাগিয়ে দিলেন ৩ হাজার শিমুলের চারা। আজ লালে লাল তাঁর শিমুল বাগান, সে এক মনোহরণ দৃশ্য। শিমুল গাছের মাঝে মাঝে লেবু গাছও লাগানো হয়েছে। জয়নুল আবেদীন আর বেঁচে নেই, তাঁর অবর্তমানে তাঁর ছেলে এই বাগানের দেখভাল করেন। তিনি বেঁচে নেই তবে তাঁর তৈরি বাগানের সৌন্দর্য তাকে ভ্রমনপ্রেমী মনে বাচিয়ে রাখবে আজীবন।