মৈনট ঘাটের পূর্ব দিকে আছে বিশাল চর আর সামনে বিস্তীর্ণ পদ্মা৷ এই ঘাটের সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে মানুষ একে ‘ছোট কক্সবাজার’ বা ‘মিনি কক্সবাজার’ নামে ডাকতে শুরু করেছে৷ নৌকা বা স্পিডবোটে করে পদ্মা ঘুরে বেড়ানো যায় ,আট জনের চড়ার উপযোগী একটি স্পিডবোটের ভাড়া আধ ঘণ্টার জন্য দুই থেকে আড়াই হাজার টাকা৷ এছাড়া আড়াইশ থেকে ৮শ’ টাকা ঘণ্টায় ইঞ্জিন নৌকায় চার থেকে ২০-২৫ জন একসঙ্গে ঘুরে বেড়ানো যায়৷ অবশ্যই লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমন করা ঠিক হবে না। উল্লেখ্য খুব ভোরে ঘাটে পদ্মার মাছের বাজারের পসার বসে।