মাওয়া ফেরিঘাটের নাম খুব বেশি শোনা যায় এখানকার ইলিশের বদৌলতে। পদ্মার ইলিশের নাম বিশ্বজোড়া। মাওয়া দর্শনের প্রধান আকর্ষণ ইলিশ। ইদানিং এখানে মানুষ শুধুমাত্র ফেরিপারাপারের জন্য নয় মাওয়া ভ্রমন করেন ইলিশ খেতে। ঘাটে নামলেই দেখা যায়, বিভিন্ন খাবার হোটেলে ইলিশের নানা রকম পরিবেশনা। খাদ্য রসিকগণ এখানে অন্যান্য গতানুগতিক খাবারের সাথে পাবেন ইলিশ ভাজা, ইলিশের ডিম ভাজা, ইলিশ ভুনা।আসল ইলিশের আঁশ সোনালী, এবং কানের কাছে লালচে হয়ে থাকে। আরেক ধরনের ইলিশ পাওয়া যায় যাকে বলে ‘চান্দা ইলিশ’ ,দেখতে অনেকটা এক রকম হলেও চান্দা ইলিশ অত সুস্বাদু না।