ব্রাহ্মণবাড়িয়ার মহাদের মিষ্টান্ন ভাণ্ডার ১৫৩ বছরের পুরনো ঐতিহ্য ধরে রেখেছে।মহাদেব পাঁড়ের প্রতিষ্ঠিত এই মিষ্টির দোকান ৪ বংশ ধরে চলে আসছে , জানা যায় , ব্রিটিশ রাজত্বকালে ব্রাহ্মণবাড়িয়ার মহাদেব পাঁড়ের তৈরি ছানামুখী / ছানা মুড়কী খ্যাতি উপমহাদেশে ছড়িয়ে পড়ে। এই সুত্র অনুযায়ী ছানা মুড়কী নামে এই বিশেষ মিষ্টির অবিস্কারক মহাদেব পাঁড়ে।এখানে অনেক ধরণের মিষ্টির মাঝে ছানা মুড়কী , আর রসগোল্লা বেশ নামকরা।এরা এই সুখ্যাতির কারন এর বিশুদ্ধতা বলে মনে করেন। মহাদেব মিষ্টান্ন ভাণ্ডারের সুখ্যাতির বড় অর্জন হলো তাদের নামে ওই এলাকার নামকরণ করা হয়েছে “ মহাদেব পট্টি” ।