নান্দনিক সৌন্দর্যে ঘেরা বারেকটিলা সংলগ্ন অপরূপ মায়াবী নদী যাদুকাটায় প্রতিদিনই নৌ-বিহারে আসেন প্রকৃতিপ্রেমীরা।যাদুকাটা নদী ও বারেক টিলার নয়নাভিরাম দৃশ্য আরও মনোরম হয়ে উঠে বর্ষায়, বর্ষায় পাহাড়ী নদী দুকাটার বহমান স্রোতধারা আরও বেড়ে যায়, পরিস্কার টলটলে পানিতে থৈ থৈ করে এই নদী।আর হেমন্তে শুকিয়ে যাওয়া যাদুকাটার বুক জুড়ে ধু ধু বালিচর। তবে তখনও পানি স্বচ্ছ থাকে।যাদুকাটা নদীর পানির তোড়ে বালির সাথে মিশে আসা নুড়ি, পাথর কয়লা ঠ্যালা জালে ছেঁকে ধুয়ে মহাজনদের কাছে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এখানকার অনেক নারী- পুরুষ। জাদুকাটা নদী থেকে হাত বাড়ালেই ছোঁয়া যায় শাশ্বত সবুজে ঘেরা বারেক টিলা। বারেক টিলায় ঘুরে ঘুরে জাদুকাটা নদীর প্রকৃত রূপ উপভোগ করা সম্ভব।