নাটোরে যে কোন স্থানীয় মানুষকে ভাল খাবারের হোটেলের কথা জিজ্ঞেস করলে বলবে ‘পচুর হোটেল’ এর কথা। জেলা শহরের একমাত্র হোটেল যা ২৪ ঘন্টাই খোলা থাকে। এবং সারা দিন ই সরগরম থাকে। খাদ্য রসিকদের পচুর হোটেলের গরু ভূনা, খিচুরী আর বিভিন্ন রকম সুস্বাদু মাছের আইটেম ভাল লাগবেই।