চারিদিকে অথৈ জল আর পাহাড়ের অপরূপ দৃশ্যে ঘেরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর।মেঘালয়ের খাসিয়া, জৈন্তা পাহাড়ের পাদদেশে সারি সারি হিজল-করচ বিন্যাস, পাখিদের লকাকলিতে মুখরিত হাওরটি। বিভিন্ন রকমের মাছ, পাখি এবং অন্যান্য জলজ প্রাণীদের এক বিশাল অভয়াশ্রম টাঙ্গুয়ার হাওর। নলখাগড়া বন, হিজল করচ বনসহ বর্ষাকালে সমগ্র হাওরটির আয়তন দাড়ায় প্রায় ২০,০০০ একর। তবে শীতকালে পানি শুকিয়ে যায়।বর্তমানে এ হাওরে রয়েছে প্রায় ছোট বড় ১৪১ প্রজাতির ২০৮ প্রজাতির পাখি, ১ প্রজাতির উভচর প্রাণী, ৩৪ প্রজাতির সরীসৃপ, ৬ প্রজাতির কচ্ছপ, ৭ প্রজাতির গিরগিটি এবং ২১ প্রজাতির সাপ। তবে শীতকালে সব রেকর্ড ভেঙ্গে হাজার হাজার পাখির মেলা বসে এই বিশাল জলরাশির বুকে। বিলুপ্ত প্রায় প্যালাসেস ঈগল, বৃহদাকার গ্রে-কিংষ্টর্ক, শকুন এবং বিপুল সংখ্যক অতিথি পাখি টাঙ্গুয়ার হাওরের অবিস্মরণীয় দৃশ্য। ভ্রমনপিপাসুদের মনের তৃপ্তি বাড়াতে টাঙ্গুয়ার হাওর অতুলনীয়।
Hello travellers, it's a great place to travel