বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স যা সাধারণ ভাবে গুঠিয়া মসজিদ নামেই পরিচিত। বরিশাল মেইন সিটি থেকে মাত্র ২১ কিলোমিটার দুরে অবস্থিত এই মসজিদটি। বাংলাদেশের অন্যতম সুন্দর মসজিদ এটি। দেশের দক্ষিনাঞ্চলের সবচেয়ে বড় মসজিদ। গুঠিয়া মসজিদ নামে খ্যাত এই মসজিদটি উজিরপুর উপজেলার গুঠিয়ার চাংগুরিয়া গ্রামে অবস্থিত। বাইতুল আমান জামে মসজিদ বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত।এখানে ২০ হাজার অধিক ধারন ক্ষমতা সম্পন্ন ঈদগাহ্ ময়দান রয়েছে। চাংগুরিয়া গ্রামের ব্যবসায়ী এস সরফুদ্দিন আহমেদ এটির নির্মাণ ব্যয় বহন করেন। কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে বড় পুকুর। পুকুরের পশ্চিম দিকে মসজিদ অবস্থিত এবং এর মিনারটির উচ্চতা প্রায় ১৯৩ ফুট। ১৪ একর জমির উপর স্থাপিত এই মসজিদটিতে ব্যাবহার করা হয়েছে উন্নমানের কাঁচ, ফ্রেম, বোস স্পিকার। এছাড়া মসজিদটির সীমানার মধ্যে ঈদগাহ্ ময়দান, দিঘি, এতিমখানা, ডাকবাংলো, গাড়ি পার্কিং ব্যবস্থা, লেক, পুকুরসহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান রয়েছে। মসজিদের স্তম্ভটি বিশ্বের বিভিন্ন পবিত্র স্থানের মাটি ও জমজম এর পানি দিয়ে তৈরি করা হয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ভাবে নামাজ পড়ার ব্যবস্থা আছে। এক ওয়াক্তের নামাজ পড়ে আসতে পারেন এখান থেকে।