মাউন্টেনিয়ার মীর শামসুল আলম বাবু ভাই মূলত বাংলাদেশে ক্লাইম্বিং এর প্রশিক্ষণ দিয়ে থাকেন। বেশীর ভাগ সময় তিনি খৈয়াছড়া ঝর্নার ৩য় বা ৫ম ধাপে ক্লাইম্বিং নিজেও প্র্যাকটিস করেন এবং উৎসুক প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। ক্লাইম্বিং এর উপর অনেক গুলো কোর্স তিনি করেছেন ,বাংলাদেশে যেহেতু সলিড রক নেই তাই ক্লাইম্বিং বা এরকম আউটডোর স্পোর্টস এখনো জনপ্রিয় হচ্ছে না ।তবে যারা আগ্রহ নিয়ে শিখছে তারা দেশের বাইরে গিয়ে ও ক্লাইম্বিং করতে আগ্রহী হচ্ছে। এডভেঞ্চার প্রেমী মানুষ জন চাইলে ঝর্নার উপর থেকে নীচ পর্যন্ত র্যাপলিং,জুমারিং বা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত রিভার ক্রসিং করতে ও শিখতে পারেন।