বাংলাদেশের নৃ- তাত্বিক গোষ্টীর মাঝে খুব ই ক্ষুদ্র ও অপরিচিত এক গোষ্টীর নাম ‘ওরাও’। সাধারন ভাবে সবাই এদের সাঁওতাল বলে চালিয়ে দেয় ।কিন্ত এরা সাঁওতাল থেকে আলাদা জাতি। বৃহত্তর রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলে এদের বাস। যেসব গ্রামে তারা থাকে সেখানের ঘরগুলো সচরাচর তারা মাটি দিয়ে বানায়। এবং বাড়ীর ভেতর ও বাহিরে হাত দিয়েই খুব চমৎকার নকশা করে। নকশায় সাদা রঙ হিসেবে কাজ করে ‘আলা চাল’ বাটা। আর এর মাঝে অন্য কিছু বাজার থেকে কেনা রঙ ও ব্যবহার করা হয়। এটা তাদের প্রাচীন এক বৈশিষ্ট্য ।