চিত্রা নদীর পাড়ে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় বিশ্বেবরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতি বিজড়িত সংগ্রহশালাকে কেন্দ্র করে সুলতান কমপ্লেক্স গড়ে উঠেছে। প্রায় ২৭ একর এলাকায় জুড়ে আছে দুর্লভ নানা প্রজাতির গাছের সমারোহ। এখানে এসএম সুলতানকে সমাধি রয়েছে । সমাধি সৌধের সামনেই রয়েছে শিল্পীর আদি বাড়ির খানিক অংশ। এই কমপ্লেক্সে সুলতানের ব্যবহৃত জিনিস, শিল্পকর্ম রাখা আছে।সুলতান শিশুদের ছবি আঁকা শেখাতে তৈরি করেছিলেন “ শিশু স্বর্গ” নামে একটি বজরা, বজরাটি তার বাড়ি ঘেঁষে চিত্রা নদীর পাড়ে সংগৃহীত আছে।